মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশে নিরাপদ পরিবেশে সুষ্ঠু নির্বাচন চায় চীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে নিরাপদ পরিবেশে সুষ্ঠু নির্বাচন চায় চীন
বাংলাদেশে নিরাপদ পরিবেশে সুষ্ঠু নির্বাচন চায় চীন। ছবি: সংগৃহীত

দেশের মানুষের আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির আশা, এই নির্বাচন হবে নিরাপদ, স্থিতিশীল ও সুষ্ঠু পরিবেশে।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

লিন জিয়ান বলেন, চীন লক্ষ্য করেছে যে- বাংলাদেশ আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। চীন বাংলাদেশের সাধারণ নির্বাচনের একটি নিরাপদ, স্থিতিশীল ও সফল ফলাফল কামনা করে।

তিনি বলেন, বেইজিং বিশ্বাস করে যে, বাংলাদেশের সমাজের সব স্তরের মানুষ এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডাকে সঠিকভাবে এগিয়ে নিতে এবং জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে।

এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর