সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশে ‘পিস্তল’সহ যুবক আটক, যা বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশে পিস্তলসহ যুবক আটক, যা বলছে পুলিশ
শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশে পিস্তলসহ যুবক আটক। ছবি: ঢাকা মেইল

‎রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির পাশ থেকে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। যুবককে আটকের পর তার কাছে থাকা পিস্তলটি যাচাই-বাছাই শেষে খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ। তবে, তার বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করছে পুলিশ।

‎সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় শাহবাগ ইনকিলাব মঞ্চের বিক্ষোভ চলাকালীন সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

‎সূত্রে জানা জানায়, শাহবাগ ইনকিলাব মঞ্চের পেছনে সন্দেহভাজন একজনকে দেখতে পেয়ে কয়েকজন মিলে তাকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. আরাফাত জামান এবং তিনি জিগাতলা এলাকার বাসিন্দা।

‎এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শাহবাগে ইনকিলাব মঞ্চের পেছন থেকে একজনকে খেলনা পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। তাকে যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির বহনকৃত অস্ত্রটি একটি খেলনা পিস্তল হিসেবে গণ্য করা হয়েছে। তাকে শাহবাগ থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর