সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ইসির কড়াকড়ি, অফিস ত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ
জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশের মনোনয়নপত্র দাখিল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর আওতাধীন প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ ডিসেম্বর) ইসির উপসচিব মো.শাহ আলম দেওয়া এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে আজ ২৯ ডিসেম্বর ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সারা দেশের মনোনয়নপত্র দাখিলের রিপোর্ট নির্বাচন কমিশনে না আসা পর্যন্ত এবং এ সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওয়াতাধীন প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসির সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী,মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর