সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া নিয়ে মুখ খুললেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া নিয়ে মুখ খুললেন খলিলুর রহমান

স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দা‌য়িত্ব পাওয়ার বিষয়‌টি নাকচ করে দিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তি‌নি বলেছেন, এটা গুজব।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন নিরাপত্তা উপদেষ্টা। পরে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তি‌নি।


বিজ্ঞাপন


খলিলুর রহমান ব‌লেন, আমার স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে দেশের কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টার প‌রিবর্তনের আলোচনার মধ্যে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।


বিজ্ঞাপন


এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর