হাদি হত্যার ঘটনার প্রতিবাদ ও ভালোবাসার প্রকাশ হিসেবে এক ভক্ত তার মোটরসাইকেলে ভিন্নধর্মী মডিফিকেশন করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) শাহবাগে মটরসাইকেলটি নিয়ে উপস্থিত হন শহীদ ওসমান হাদীর এক ভক্ত।
হাদি হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ক্ষোভ ও শোকের আবহে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন তার এক ভক্ত। তিনি নিজের ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলে হাদির ছবি ব্যবহার করে বিশেষভাবে তৈরি একটি স্টিকার লাগিয়েছেন।
বিজ্ঞাপন
স্টিকার লাগানো মোটরসাইকেলটি সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলের সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই থেমে ছবি তুলছেন, আবার কেউ কেউ ভক্তের সঙ্গে কথা বলে তার এই উদ্যোগের উদ্দেশ্য জানতে চাইছেন।
মোটরসাইকেলের মালিক জানান, হাদির প্রতি ভালোবাসা এবং তার হত্যার বিচারের দাবিকে দৃশ্যমান করতেই তিনি এ কাজ করেছেন।
তিনি বলেন, এটি কোনো শখের প্রদর্শন নয়, বরং প্রতিবাদের ভাষা। হাদির ছবি বহন করে রাস্তায় চলার মাধ্যমে তিনি মানুষকে মনে করিয়ে দিতে চান একটি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি এখনও পূরণ হয়নি। তার ভাষায়, ‘যতদিন বিচার না হবে, ততদিন আমি আমার মতো করেই প্রতিবাদ জানাবো।’
এম/এফএ

