সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাহবাগে আন্দোলনকারীদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট ডিএনসিসির 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

dncc
শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে বসানো হয়েছে ভ্রাম্যমাণ টয়লেট। ছবি- ঢাকা মেইল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের কথা বিবেচনায় দুটি ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

সোমবার (২৯ ডিসেম্বর) ভ্রাম্যমাণ টয়লেট দুটিকে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করতে দেখা যায়।


বিজ্ঞাপন


dncc2

টয়লেটের ব্যবস্থাপনায় থাকা একজন জানান, আন্দোলনকারীদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে স্থাপিত ভ্রাম্যমাণ এই টয়লেট দুটি গত তিন দিন ধরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করছে। 

তিনি আরও জানান, চলমান আন্দোলনে অংশ নেওয়া বিপুল সংখ্যক মানুষ দীর্ঘ সময় রাস্তায় অবস্থান করায় তাদের প্রাকৃতিক প্রয়োজন মেটাতে সমস্যায় পড়তে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি করপোরেশন এই অস্থায়ী স্যানিটেশন সুবিধা চালু করেছে।

dncc3


বিজ্ঞাপন


এদিকে আন্দোলনকারীরা জানান, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা তাদের জন্য স্বস্তিদায়ক হয়েছে। বিশেষ করে নারী ও বয়স্ক আন্দোলনকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

সংশ্লিষ্টরা বলছেন, আন্দোলন চলমান থাকলে প্রয়োজন অনুযায়ী আরও টয়লেট যুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর