আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি লাগবে না বলে স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা প্রকৌশলী অধিদফতরকে জানিয়েছে ইসি। রোববার (২৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসির চিঠিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সংস্কার, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও মেরামত, পাশাপাশি ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য ব্যবহৃত ভাঙা ও সংকীর্ণ রাস্তা মেরামতের কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের আলাদা সম্মতি ছাড়াই সম্পন্ন করতে পারবে।
চিঠিতে আরও বলা হয়, এসব প্রস্তুতিমূলক কাজ দ্রুত সম্পন্ন হলে ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট পরিচালনায় সহায়ক হবে। এ সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা করছে কমিশন।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
এমএইচএইচ/ক.ম

