তীব্র শীতের মধ্যেও শাহবাগের আন্দোলনকারীদের উষ্ণ রাখতে ফ্রি চা খাওয়াচ্ছেন এক ফুটপাথের জুস বিক্রেতা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শাহবাগ মোড়ে চলমান সর্বাত্মক ব্লকেড কর্মসূচির সময় এই মানবিক দৃশ্য দেখা যায়।
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে টানা অবস্থান কর্মসূচির মধ্যেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন এক সাধারণ ফুটপাথের ব্যবসায়ী। পেশায় জুস বিক্রেতা এই ব্যক্তি নিজের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে আন্দোলনকারীদের গরম চা খাওয়াচ্ছেন। কনকনে ঠান্ডা বাতাস আর শীতের কুয়াশার মধ্যেও যাতে আন্দোলনকারীরা চাঙা থাকতে পারেন, সেই চিন্তা থেকেই তার এই উদ্যোগ।
বিজ্ঞাপন
চা খাওয়ানো ওই বিক্রেতা জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রায় ৫০০ জনের জন্য চায়ের বাজেট রেখেছেন। এখন পর্যন্ত প্রায় ২০০ থেকে ২৫০ জন আন্দোলনকারীকে চা খাওয়ানো হয়েছে। তিনি বলেন, “এটা কোনো সংগঠনের টাকা না, কোনো অনুদানও না। সবটাই আমার নিজের। আমি হাদিভাইকে ভালোবাসি, তার জন্যই এই কাজটা করছি।”
তার ভাষ্য অনুযায়ী, তিনি পেশায় ফুটপাথে জুস বিক্রি করেন এবং প্রতিদিনের আয় থেকেই এই চায়ের খরচ বহন করছেন। শীতের রাতে আন্দোলনকারীদের কষ্ট দেখে নিজেকে থামাতে পারেননি। তাই কোনো ঘোষণা বা প্রচার ছাড়াই চা বানিয়ে আন্দোলনকারীদের হাতে তুলে দিচ্ছেন।
চা বিক্রেতা আরও জানান, তার বাড়ি মিরপুর এলাকায়। গ্রামের বাড়ি বরিশাল। ঢাকায় দীর্ঘদিন ধরে ফুটপাথে ব্যবসা করছেন। সাধারণ মানুষ হিসেবেই তিনি এই আন্দোলনের সঙ্গে মানসিকভাবে যুক্ত হয়েছেন। “আমি বড় কেউ না, রাজনীতিও করি না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সবার দায়িত্ব,” বলেন তিনি।
শাহবাগের ফুটপাথে এই দৃশ্য অনেক পথচারীর দৃষ্টি কেড়েছে। কেউ থেমে চা খাওয়ানো দেখছেন, কেউ আবার নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার আগ্রহ প্রকাশ করছেন।
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। আর এই কঠিন সময়েও সাধারণ মানুষের এমন পাশে দাঁড়ানো তাদের আন্দোলনকে আরও দৃঢ় করছে।
এম/এআর

