রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় রেল দুর্ঘটনায় এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম নাজমুল ইসলাম।
শনিবার রাতে সাড়ে আটটার দিকে উত্তরা হাউজ বিল্ডিং জয়নাল মার্কেট সংলগ্ন নতুন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, নাজমুল রেললাইনে ট্রেনের আঘাতে গুরুতর আহত হন। পরে কুয়েত মৈত্রী হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুল ইসলাম তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ওলিপুর গ্রামে। তার বাবার নাম নুর নবী। গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন তিনি।
নাজমুলকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ও তার ভাতিজা সাকিব আলম জানান, রাতে গ্রামের বাড়ি থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন নাজমুল ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান। সাকিব জানান, পথচারীরাই প্রথমে আহত নাজমুলকে হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরো জানান, রেললাইনের ওই স্থানে বিপরীত দিক থেকে দুটি ট্রেন আসার সময় নাজমুল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
এমআইকে/এমআর

