রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বঙ্গভবনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম

শেয়ার করুন:

বঙ্গভবনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি। জুবায়ের রহমানকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।


বিজ্ঞাপন


গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসেবে তার ৬৭ বছর পূর্ণ হবে ২০২৮ সালের ১৭ মে। অর্থাৎ প্রায় আড়াই বছর পর তিনি অবসরে যাবেন।

বিইউ/এমআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর