শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তামাক আইন সংশোধনী অনুমোদন: প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

তামাক আইন সংশোধনী অনুমোদন: প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট দাবি
তামাক আইন সংশোধনী অনুমোদন: প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট দাবি। ছবি: সংগৃহীত

সরকারের উপদেষ্টা পরিষদ ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) স্বাগত জানিয়েছে। একই সঙ্গে তারা দ্রুততম সময়ে অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রজ্ঞা ও আত্মা উল্লেখ করেছে, এই অধ্যাদেশ জনস্বাস্থ্য সুরক্ষায় একটি মাইলফলক। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে তামাক কোম্পানিগুলোর হস্তক্ষেপের সুযোগ বেড়ে যাবে। আমরা পূর্বে এমন নজির দেখেছি।”


বিজ্ঞাপন


বাংলাদেশে তামাকজনিত রোগে বছরে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। ক্যানসার, স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসের অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ তামাক। দেশে এখনও ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করে। গবেষণা অনুযায়ী, তামাক ব্যবহার ও উৎপাদনে বছরে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক থেকে আহরিত রাজস্বের দ্বিগুণের বেশি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইন আরও শক্তিশালী করতে এই অধ্যাদেশ প্রণয়ন করেছে। অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়িত হলে তামাকজনিত মৃত্যু উল্লেখযোগ্য হারে কমবে এবং এসডিজি লক্ষ্য অনুযায়ী অসংক্রামক রোগে মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমানোর প্রচেষ্টাতেও সহায়তা করবে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর