ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমকে হাজির করা এবং খুনিদের বিচার দাবিতে রাতভর রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা জানানো হয়।
বিজ্ঞাপন
পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চ রাতভর শহীদ হাদি চত্বর, শাহবাগে অবস্থান করবে। আপনিও চলে আসুন।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন — বাংলাদেশের আজাদি, ওসমান হাদি; তুমি কে আমি কে, হাদি হাদি; বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়; ইনসাফের পতাকায় হাদি তোমায় দেখা যায়; তাকবীরের ধ্বনিতে হাদি তোমায় দেখা যায়; নারায়ে তাকবীর আল্লাহু আকবর — ইত্যাদি।
বিজ্ঞাপন
এ সময় বিক্ষোভকারীরা বলেন, হাদির হত্যার প্রধান আসামিকে দ্রুত হাজির করতে হবে এবং যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। সব খুনি গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক ছাত্রজনতা। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়।
এসএইচ/এআর

