বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যানবাহন সংকটে হেঁটেই পাড়ি জমাচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

যানবাহন সংকটে হেঁটেই পাড়ি জমাচ্ছেন নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাকে ঘিরে রাজধানীর উত্তরাংশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার, কুর্মিটোলা, এমইএস ফ্লাইওভার ও নিকুঞ্জ এলাকাকে কেন্দ্র করে যানবাহন চলাচল কার্যত অচল হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটেই সমাবেশস্থলের দিকে রওনা দেন হাজার হাজার নেতা-কর্মী।


বিজ্ঞাপন


সকাল থেকেই এসব এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের আগে ও পরে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই পরিস্থিতি তৈরি হয় কুর্মিটোলা ও এমইএস ফ্লাইওভারের আশেপাশে।

যানজটের কারণে বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসে থাকা বহু নেতা-কর্মী গাড়ি থেকে নেমে দল বেঁধে হেঁটে গন্তব্যে যেতে শুরু করেন। কেউ কেউ ব্যানার ও পতাকা হাতে স্লোগান দিতে দিতে হেঁটে যান। 

কুড়িল থেকে আসা নেতা রাশেদ মাহমুদ জানান, বাস চলাচল বন্ধ। আমাদের গাড়ি আটকা পড়ে ছিল। বাধ্য হয়ে হেঁটেই আসতে হলো। দীর্ঘ সময় ধরে হেঁটেছি, কিন্তু আমাদের উদ্দীপনা এতোটাই যাতে যেকোনো কষ্টই সামলে নেওয়া যায়।

কুর্মিটোলা থেকে আসা বিএনপি কর্মী আসলাম পারভেজ জানান, শিশু সন্তানসহ হেঁটে আসতে হয়েছে। অটো চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। তবে আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত। আমাদের উদ্দেশ্য তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সমর্থন করা।


বিজ্ঞাপন


নিকুঞ্জ থেকে আসা বিএনপি কর্মী মাসুদ জানান, সড়ক বন্ধ থাকায় অনেক বাধা এসেছে। তবে সমাবেশে অংশ নেওয়ার জন্য কেউ হাল ছাড়েনি। হেঁটে আসার যাত্রা যেমন কষ্টকর ছিল, তেমনই আবেগঘনও ছিল।

TR2

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। দলীয় সূত্র জানায়, এটি নেতাকর্মীদের জন্য একটি আবেগঘন মুহূর্ত।

এদিকে কুড়িল, কুর্মিটোলা ও নিকুঞ্জ এলাকায় যানজটের কারণে সাধারণ কর্মস্থলগামী মানুষ ও পথচারীরাও ভোগান্তিতে পড়েছেন। অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।


এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর