বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানকে অভ্যর্থনা: যেখানে পার্কিং করতে পারবেন গাড়ি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম

শেয়ার করুন:

Dmp
ডিএমপির লোগো। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীদের যানবাহন পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানসমূহ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, রাজধানীতে যানজট এড়ানো ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিক থেকে আগত গাড়ির জন্য পৃথক পৃথক পার্কিং এলাকা নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


নির্ধারিত পার্কিং এলাকা সমূহ
১. টঙ্গী জয়দেবপুর রোড হয়ে আগত গাড়ির জন্য পার্কিং করা যাবে টঙ্গী বিশ্ব এজতেমা মাঠে।
২. সিলেট ও চট্টগ্রাম থেকে কাঞ্চন ব্রিজ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে আগত গাড়ির জন্য নির্ধারিত স্থান পূর্বাচল নীলা মার্কেট অথবা পূর্বাচল বাণিজ্য মেলা মাঠ।
৩. বাবুবাজার ব্রিজ ও বসিলা ব্রিজ হয়ে আগত গাড়ির পার্কিংয়ের জন্য নির্ধারিত এলাকা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ।
৪. আমিনবাজার–গাবতলী হয়ে আগত গাড়ির জন্য পার্কিং করা যাবে উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি পশুরহাট মাঠ (বউবাজার)।
৫. মাওয়া রোড ও বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়িগুলোর জন্য পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে মতিঝিল বাণিজ্যিক এলাকা।

ডিএমপি জানিয়েছে, এসব ট্রাফিক ডাইভারশন ও পার্কিং নির্দেশনা ২৫ ডিসেম্বর ভোর ৪টা থেকে কার্যকর থাকবে। সকল নেতাকর্মী ও চালকদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর