বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ এএম

শেয়ার করুন:

K

আলোচনা-সমালোচনার মাঝে অবশেষে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। 

তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি সেটি গ্রহণও করেছেন।


বিজ্ঞাপন


বুধবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। 

ওই গেজেটে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের বিষয়টি জানিয়ে বলা হয়েছে, এই পদত্যাগ অবিলম্বে কার্যকর করা হবে।

সম্প্রতি গুঞ্জন ওঠে, উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাতে উঠে আসে খোদা বকশ চৌধুরীর নাম। শোনা যায়, তাকে সরিয়ে দেওয়া হতে পারে।

এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা চলছিল। তারই মাঝে অবশেষে নিজেই দায়িত্ব ছাড়লেন খোদা বকশ চৌধুরী।


বিজ্ঞাপন


গত বছরের নভেম্বরে এই সরকারি কর্মকর্তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল।

এএইচ  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর