বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

ec
নির্বাচন কমিশন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য দেশি পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৪ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সভাপতি/সাধারণ সম্পাদক অথবা উপযুক্ত প্রতিনিধি একজন করে সর্বমোট ৮১ জনকে প্রশিক্ষণ/ব্রিফিং দেওয়া হবে।

প্রশিক্ষণ/ব্রিফিং আগামী ২৮ ডিসেম্বর তারিখ (রোববার) সকাল ৯টা ১৫ মিনিটে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ, একই দিতে হবে গণভোটও।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর