বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বড়দিন ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিসি রমনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

masud
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এ দিনটিকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল চার্চ পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


ডিসি মাসুদ বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রাঙ্গণ চার্চে বড়দিনের এই দিনটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিনটি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। 

তিনি বলেন, কাকরাইল চার্চে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তো আছেই, এর বাইরেও আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। মনে হয় না এখানে শঙ্কা বা আশঙ্কা আছে। আমরা সবাই মিলে একসঙ্গে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করব। বড়দিনের উৎসবগুলো যাতে সুন্দরভাবে পালন করতে পারে, তার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব।’

মাসুদ আলম আরও বলেন, ‘আমাদের বেশ প্রস্তুতি আছে। সব জায়গায় যেন সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে এই দিনটি পালন করতে পারে, সে জন্য যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে।’

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর