বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি দিলো ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি দিলো ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ ‎শহীদ শরিফ ওসমান বিন হাদির লড়াই–সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দিতে আজ বুধবার (২৪ ডিসেম্বর) ও আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘শহীদি শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এসময় তিনি এসব কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান।


বিজ্ঞাপন


এদিকে ‘শহীদী শপথ’ অনুষ্ঠানে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দায় ‘সরকার এড়াতে পারে না’ বলে মন্তব্য করেছেন তার ভাই শরীফ ওমর বিন হাদি।

তিনি বলেন, ‘জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না; আপনাদেরও বিচার হবে—আজ হোক কিংবা ১০ বছর পরে। বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতেই হবে।’

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর