ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দায় ‘সরকার এড়াতে পারে না’ বলে মন্তব্য করেছেন তার ভাই শরীফ ওমর বিন হাদি।
তিনি বলেন, ‘জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে।’
বিজ্ঞাপন
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না; আপনাদেরও বিচার হবে—আজ হোক কিংবা ১০ বছর পরে। বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতেই হবে।’
মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগে ‘শহীদী শপথ’ নামক এক অনুষ্ঠানে ওমর হাদি এসব কথা বলেন।
হাদি হত্যাকাণ্ডের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন যে আর দুই মাস পর ক্ষমতা ছেড়ে বিদেশে চলে যাবেন, তবে মনে রাখবেন—এ দেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই।’
তিনি আরও বলেন, ‘সরকারকে অনুরোধ করব, দ্রুত খুনিদের জনসমক্ষে হাজির করুন যাতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত না হয়। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটিকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন; আমরা তা কখনোই হতে দেব না।’
বিজ্ঞাপন
হাদির ভাই উল্লেখ করেন, ‘ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এবং সেই লক্ষ্যে তিনি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু তাঁকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।’
হত্যার ছয় দিন পার হলেও সরকার ‘দৃশ্যমান কোনো অগ্রগতি’ দেখাতে পারেনি অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারের কাছে একটাই দাবি—শহীদ ওসমান হাদির পুরো খুনি চক্রকে জাতির সামনে উন্মোচন করুন।’
তিনি সতর্ক করে বলেন, ‘মনে রাখবেন, জুলাই বিপ্লবের আগে যাঁরা ক্ষমতাধর ছিলেন এবং রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা আজ দেশে নেই; পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার না হলে আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন।’
ওমর হাদি আরও বলেন, ‘যে এজেন্সির বা যে রাষ্ট্রের স্বার্থে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, জেনে রাখুন—ওসমান হাদি কোনো এজেন্সি বা তাঁবেদারের কাছে কখনো মাথা নত করেননি। তিনি যদি আপস করতেন, তবে অন্য অনেক নেতার মতোই সুখে জীবনযাপন করতে পারতেন। রাজপথে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয় এবং এজেন্সির রক্তচক্ষু উপেক্ষা করে জননেতা হতে হয়, ওসমান হাদি তা প্রমাণ করে গেছেন।’
অনুষ্ঠানে ‘শহীদী শপথ’ পাঠ করান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় ডাকসুর মুক্তিযুদ্ধ ও আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

