রাজধানীতে অভিযান চালিয়ে মুস্তাফিজুর রহমান সোহেল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আটকের বিয়য়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।
বিজ্ঞাপন
জুয়েল রানা জানান, মুস্তাফিজুর রহমান সোহেল নামে টাঙ্গাইল জেলার এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তিনি সেই জেলার ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
সোহেল দীর্ঘ দিন ধরে ঢাকায় আত্মগোপন করে ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এমআইকে/ক.ম

