ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় নতুন করে কোনো অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে পূর্ব থেকে চলমান ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে থেকে বিষয়টি জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা এবং আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নতুন করে কোন প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে যে সকল অনুদান/ত্রাণ কার্যক্রম পূর্ব হতে পরিচালিত হচ্ছে তা চালু থাকবে।
এতে আরও বলা হয়, নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নতুনভাবে কোনো প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। কোনো এলাকায় অনুদান/ত্রাণ বিতরণ সংক্রান্ত নতুন কার্যক্রম গ্রহণ জরুরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে এবং নির্বাচন কমিশনকে তা অবহিত করতে হবে।
এমএইচএইচ/এএইচ

