ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বক্তব্য শুনে নিজের ‘বুকের জোর বেড়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংসদ নির্বাচন উপলক্ষে ডিসি-এসপিসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভার প্রথম সেশনের সমাপনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সিইসি বলেন, ‘দুজন ব্যক্তি আমাদের কাছে ভিভিআইপি। আইন থাকলে এখনো ঘোষণা করে দিতাম। একজন রিটার্নিং কর্মকর্তা ও আরেকজন প্রিজাইডিং অফিসার।’
ঢাকা শহরে পোস্টার ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে নাসির উদ্দিন বলেন, ‘আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে। কিন্তু আপনাদের তা সরানো দেখছি না। প্রতিটি কাজের পাবলিসিটি করেন। এখন যে পোস্টার সরে গেছে তা কিন্তু আমরা দেখছি না।
‘ইসি এখন অভিযোগ দাখিলের দফতর হয়ে গেছে। মানুষকে জানাতে হবে কোথায় অভিযোগ করবে। অভিযোগ দায়েরের জন্য সেন্টার করতে হবে। আর ওই অভিযোগ সেন্টার থেকে অভিযোগ ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে।’
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে সিইসি বলেন, ‘ময়মনসিংহে একজন হিন্দুকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা আরো ঘটার আশঙ্কা রয়েছে। যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, সে জন্য ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।’
বিজ্ঞাপন
ডিসি ও এসপিদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, ‘আপনাদের কথা শুনে আমার বুকের জোর বেড়েছে। আমার একটি এজেন্ডা আছে-দেশ ও জাতির জন্য কাজ করা। আপনাদের সহযোগিতা পেলে সেটি বাস্তবায়ন সম্ভব হবে। কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবেন না।’
সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনাররা, ইসি কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা অংশ নেন।
এমএইচএইচ/এমআর

