পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আমাদের সমাজের বিভিন্ন অংশের ছোটখাটো ইস্যুতে দাবি-দাওয়া আদায়ে রাস্তা অবরোধ এবং হাইওয়ে অবরোধ করে সমাজে অস্থিরতা সৃষ্টির যেসব প্রচেষ্টা দেখতে পাই; এগুলো বন্ধ করার সময় এসেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিসি-এসপিসহ সকল মাঠ প্রশাসনের সঙ্গে ইসির মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে বাস্তব কারণে আমরা আমাদের আইন প্রয়োগ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় দীর্ঘ সময় নানান অসুবিধা ভোগ করেছি। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং এই নির্বাচনের আগে এই পর্যায়ে আমরা যথেষ্ট পরিমাণে সক্ষমতা অর্জন করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচন কমিশনের কাছ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সমর্থন চাই। আমাদের সমাজের বিভিন্ন অংশের ছোটখাটো ইস্যুতে দাবি-দাওয়া আদায়ে রাস্তা অবরোধ এবং হাইওয়ে অবরোধসহ সমাজে অস্থিরতা সৃষ্টির যেসব প্রচেষ্টা আমরা দেখতে পাই; এগুলো বন্ধ করার সময় এসেছে।’
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। আমি এ প্রসঙ্গে বিভিন্ন আইন ও বিধির মাধ্যমে এবং তাদের কার্যক্রমের মাধ্যমে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই, তারা ইলেক্টোরাল কমিটিকে তাৎক্ষণিকভাবে অনেক অপরাধের বিচার করার ক্ষমতা দিয়েছেন। একই সঙ্গে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি এবং যে ম্যাজিস্টেরিয়াল টিম থাকবে তারা শুধুমাত্র পুলিশ নয়; যেকোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছ থেকে তারা সাহায্য চাইতে পারবেন সেই প্রবিধানও আরপিওতে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই প্রতিশ্রুতি দিতে চাই প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনারগণকে যে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এই নির্বাচন সফল সুন্দর শান্তিপূর্ণভাবে করতে পারব এবং এর সম্পূর্ণ সক্ষমতা আছে।’
বিজ্ঞাপন
সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপাররা অংশ নিয়েছেন।
এমএইচএইচ/এফএ

