মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের পুরান ঢাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ এএম

শেয়ার করুন:

fire
ফের পুরান ঢাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

আবারও রাজধানীর পুরান ঢাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে আরমানিটোলার হাজী টাওয়ার হাজী টাওয়ারে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নয় ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে বাবুবাজারের আরমানীটোলার হাজী টাওয়ারে ১৪ তলা ভবনের ছয় তালায় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে সদরঘাট ফায়ার স্টেশনে দুটি ইউনিট ৬টা ৪৫ মিনিটে পৌঁছায়। পরে সিদ্দিকবাজারের পাঁচটি, সুত্রাপুরের দুটিসহ মোট নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন

এক বছরে সারাদেশে সাড়ে ২৬ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড, নিহত ১৪০

প্রসঙ্গত, এর আগে গত ১৭ ডিসেম্বর পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 


বিজ্ঞাপন


টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর