সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭

জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে প্রথম আলো কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তবে অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে। বাকি আসামিদের গ্রেফতারে তাদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য পুলিশ অনুরোধ করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম।


বিজ্ঞাপন


তিনি জানান, এই গ্রেফতারকৃতদের মধ্যে থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি ৩ জন এবং ডিবি একজনকে গ্রেফতার করেছে। তাদের একজনের কাছ থেকে একটি এলইডি টিভি উদ্ধার করা হয়েছে। 

নজরুল ইসলাম বলেন, গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে। ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন। কারণ তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে; তারা এটা নির্ধারণ করছে। এই কারণে তারা মামলা করে নাই। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ ৫০হাজার টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টাচ টিভি কিনেছে; সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট এই চারটা আইনে মামলা হয়েছে। মামলাটা শক্ত হয়েছে। থানা পুলিশ কর্তৃক যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে মোহাম্মদ নাইমের বয়স ২৬, সে এক নম্বর আসামি। তার কাছ থেকেই টিভি-ফ্রিজ এবং টাকা উদ্ধার করা হয়েছে। মো. আকাশ আহমেদ সাগর, মো. আব্দুল আহাদ, মো. নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মো. জাহাঙ্গীর, মো. সোহেল রানা, মো. আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম সোহেল রানা, শফিকুল ইসলাম এই ১৩ জনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। মো. প্রান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাসেম, রাজু হোসাইন, চাঁদ এই তিনজনকে সিটিটিসি গ্রেফতার করেছে। মো. সাইদুর রহমানকে গ্রেফতার করেছে ডিবি। 

এই কর্মকর্তা বলেন, আপনাদের মাধ্যমে সকলকে বলে রাখি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটানো হয়। দেশকে আমরা যেন সকলে মিলে স্থিতিশীল রাখার চেষ্টা করি। আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু দায়িত্ব সেটা যেন পালন করি। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।


বিজ্ঞাপন


নগরবাসীর সহায়তা কামনা করে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, বাকি অপরাধীদের ধরিয়ে দিতে বা ধরতে সহায়তা করতে জনগণ পুলিশকে সাহায্য করবে; এটা আইনেই বলা আছে। সকলের কাছে আমাদের উদ্ধাত্ত আহ্বান, শুধু এই ঘটনায় না আরও অন্যান্য ঘটনায় যে সকল আসামি আছে তাদেরকে যদি আপনারা এলাকায় দেখেন বা খোঁজ পান দয়া করে আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন।

গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর–লুটপাট চালায়। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কার্যালয় দুটি। একই দিন মধ্যরাতে ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট-সংস্কৃতি ভবনে হামলা হয়। পরদিন শুক্রবার রাতে ঢাকার তোপখানা রোডে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে উদীচীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে অভিযোগ করেন।

পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছে, সাম্প্রতিক এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর