ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা ও কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
রোববার দিবাগত রাতে (২২ ডিসেম্বর) বিআইডিব্লিউটিসি’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এরআগে, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথ ঢেকে যায়।
এতে করে নৌ পথের মার্কিং বাতিগুলো পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ে। এ সময় নৌ দুর্ঘটনা থেকে এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।
এমআই

