অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৪৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এই তালিকায় দাগী আসামি, চিহ্নিত অপরাধী, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিরাও রয়েছে বলে জানা গেছে।
রোববার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৪৯ জনকে গ্রেফতারের পাশাপাশি ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৩ হাজার ১৪৯টি মোটরসাইকেল ও ২০ হাজার ৭৬৯টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৪৪৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
এমআইকে/এআর

