রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচন বিঘ্নিতের কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

Sana
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। 

সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করে, এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। 

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং বাধা দিতে যা করণীয় তা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী আইনের মধ্যে থেকে যা যা করা দরকার, তা করবে।’


বিজ্ঞাপন


রোববার (২১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, ‘দ্রুতই যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে। বিভিন্ন দল যাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিচ্ছেন, বা স্বতন্ত্র প্রার্থীরা নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদন করলে, তা তারা পূরণ করবে।’

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ইসি সচিব আখতার আহমেদ, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, আনসার ও ভিডিপির মহাপরিচালক, সেনাবাহিনীর প্রধানের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EC
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বাহিনীর যৌথ সংবাদ সম্মেলন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘অভিযান চলমান আছে। সামনে আরও অভিযান চলবে। ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত এভারেজে ২ হাজার জন এরেস্ট হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা মানবিক হবো তাদের প্রতি, যারা মানবিক। যারা দস্যুতা করতে চায়, তাদের প্রতি আমরা মানবিক হবো না। আমাদের ম্যাসেজ ভেরি ক্লিয়ার, নির্বাচনি পরিবেশ ঠিক রাখতে যা করণীয়, তা করা হবে।’

এর আগে গত ২০ অক্টোবর, ২৭ নভেম্বর ও সবশেষে ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর