বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া ইপিএস (EPS) কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের রোস্টার জট, ভিসা জটিলতা ও দুর্নীতির অভিযোগে রাজধানীতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় শতাধিক ইপিএস কর্মী একত্র হয়ে এ কর্মসূচি পালন করেন।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে রোস্টার পুনর্বহাল, অবৈধভাবে বাদ পড়াদের তালিকায় অন্তর্ভুক্তি এবং দালাল ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীদের দাবি, রোস্টারের মেয়াদ শেষ হওয়ার আগেই হাজার হাজার কর্মীকে অকারণে বাদ দেওয়া হয়েছে। এতে করে অনেক কর্মী সব যোগ্যতা থাকা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ায় পুনরায় যাওয়ার সুযোগ হারিয়েছেন। তারা অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে এই রোস্টার জট তৈরি করেছে, যার পেছনে দুর্নীতি ও স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আমরা বারবার পরীক্ষা দিয়ে পাস করেছি, কিন্তু অন্যায়ভাবে আমাদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্রুত রোস্টার পুনর্বহাল করে আমাদের সুযোগ দেওয়া হোক।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, দক্ষিণ কোরিয়ায় কর্মরত ও প্রত্যাবর্তনকারী কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
বিজ্ঞাপন
এম/এফএ

