এ দেশের সীমান্ত যতদিন স্বাধীন সার্বভৌম থাকবে, ততদিন ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির স্পিরিট থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনীম জুমা।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ফাতেমা তাসনীম জুমা বলেন, ‘শত ষড়যন্ত্র, নোংরামির বিপরীতে জনতার ভালোবাসায় চির বিস্ময় হয়ে আবির্ভূত হয়েছেন শহিদ শরীফ ওসমান হাদি। আমার বিশ্বাস আল্লাহ যদি নিকটতম ভবিষ্যতে আমাদেরও ভাইয়ের সাথে শহিদের কাতারে শামিল না করেন, আমরা সকল জালিমের অধঃপতন নিজ চোখে দেখে যেতে পারবো। আল্লাহ সত্য মিথ্যার পার্থক্যকারী, সকল ষড়যন্ত্র নস্যাৎকারী।’
ফাতেমা তাসনীম জুমা বলেন, ‘এ দেশের সীমান্ত যতদিন স্বাধীন সার্বভৌম থাকবে, কবি সীমান্ত শরিফ, জুলাই জজবার প্রাণ শহিদ ওসমান হাদির স্পিরিট ততোদিন বাংলার জমিনে রাজ করবে, ইনশা আল্লাহ।’
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি করে। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির লাশ দেশে আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো ছাত্রজনতা জানাজার নামাজে উপস্থিত হন। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহিদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়।
বিজ্ঞাপন
এসএইচ/ক.ম

