রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩টি তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্র জানায়, পল্লবী থানার একটি বিশেষ দল জানতে পারে পল্লবীর মিরপুর-১১ এর ছয় তলা বিশিষ্ট পুরাতন সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র-গুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেই স্থানে অভিযান চালিয়ে তিনটি রিভলভার, ৭৩টি তাজা কার্তুজ, একটি রিভালবারের কাভার, একটি চাপাতি ও দুইটি ছোট ছুরি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মূল রহস্য উন্মোচনের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
এমআইকে/ক.ম

