শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এ কে খন্দকারের মৃত্যুতে এনসিপির শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

এ কে খন্দকারের মৃত্যুতে এনসিপির শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সামরিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক শোক বাণী দিয়েছে এনসিপি। 


বিজ্ঞাপন


এনসিপি জানায়, মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে অসামান্য নেতৃত্ব, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। যুদ্ধকালীন সামরিক পরিকল্পনা, সমন্বয় ও নেতৃত্বে তাঁর অবদান স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশ বিমান বাহিনী গঠন ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তিনি পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

এ কে খন্দকার ছিলেন একজন দৃঢ়চেতা, নীতিবান ও দায়িত্বশীল দেশপ্রেমিক- যাঁর জীবন ও কর্ম জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

এমআর/এআর


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর