শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎হৃদরোগ ইনস্টিটিউটে হাদির মরদেহ, কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

‎হৃদরোগ ইনস্টিটিউটে হাদির মরদেহ, কড়া নিরাপত্তা
‎হৃদরোগ ইনস্টিটিউটে হাদির মরদেহ, কড়া নিরাপত্তা। ছবি: সংগৃহীত

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার মরদেহকে কেন্দ্র করে পুরো হৃদরোগ হাসপাতাল জুড়ে নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর জাতীয় হৃদরোগ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

‎শরীফ ওসমান হাদীর মরদেহ জাতীয় হৃদরোগ হাসপাতালের হিমাগারে রাখার পর পুরো এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও কোস্ট গার্ড এর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

‎এদিকে, জাতীয় হৃদরোগ হাসপাতালে ওসমান হাদির পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এক নজর দেখতে ছুটে আসছেন। তাদের পাশাপাশি, জুলাই-আগস্ট অভ্যুত্থানের নেতাকর্মী ও এনসিপির নেতাকর্মীরা ছুটে আসছেন।

‎তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শরীফ ওসমান হাদীর মরদেহ জাতীয় হৃদরোগ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার মরদেহ ঘিরে যেন কোন স্বার্থন্বেসী মহল কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সো জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

‎একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর