শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যদি লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে পারতাম: প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

Sofikul Alam
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

যদি লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে পারতাম- এমন অনুভূতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর দেশের দুটি প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে লজ্জিত হয়ে তিনি এ কথা জানান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন। 


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, ‘গতকাল রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি বারবার আতঙ্কিত ও কান্নাজড়ানো সাহায্যের ফোনকল পেয়েছি। আমার সব বন্ধুদের উদ্দেশে বলতে চাই, আমি গভীরভাবে দুঃখিত যে আমি আপনাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি। সাহায্য সংগঠিত করার জন্য যথাযথ ব্যক্তিদের কাছে আমি অসংখ্য ফোন করেছি, কিন্তু সেই সহায়তা সময়মতো পৌঁছায়নি।’

দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি শুধু এটুকুই বলতে পারি-আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি লজ্জায় আমি মাটির নিচে ঢুকে যেতে পারতাম-এমনটাই অনুভূতি আমার।

প্রেস সচিব লেখেন, ‘ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা এবং তারা নিরাপদে আছেন– এমন খবর পাওয়ার পর ভোর ৫টার দিকে আমি ঘুমাতে যাই। কিন্তু ততক্ষণে দুইটি সংবাদমাধ্যম দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়।’


বিজ্ঞাপন


এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর