শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রায় দুই যুগ পর বন্ধ প্রথম আলো ও ডেইলি স্টার, বিভিন্ন মহলে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

প্রায় দুই যুগ পর বন্ধ প্রথম আলো ও ডেইলি স্টার, বিভিন্ন মহলে উদ্বেগ

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম আলো ও ডেইলি স্টার প্রকাশিত হয়নি। প্রায় দুই যুগ পর এই ব্যতিক্রম ঘটেছে। এতে দেশের সংবাদপত্র পাঠক এবং সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এমন বিরল পরিস্থিতিতে দেশে সংবাদ প্রকাশনার নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছে।

গত বৃহস্পতিবার রাতের ঘটনার প্রেক্ষিতে রাজধানীতে উত্তেজনার কারণে কারওয়ান বাজারে প্রথম আলো ভবন এবং ফার্মগেইট এলাকায় ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। উৎসুক জনতা এবং আশপাশের মানুষও আতঙ্কিত হয়ে ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হলেও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।


বিজ্ঞাপন


আজ সকাল থেকে সিআইডি ক্রাইমসিন হিসেবে ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেয় এবং আলামত সংগ্রহের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পরও পত্রিকার মেশিন, সরঞ্জাম ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় প্রকাশনা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এতে পাঠক ও গ্রাহক সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। অনলাইন সংস্করণও আংশিকভাবে প্রভাবিত হয়েছে।

দুটি পত্রিকার সূত্র জানায়, নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকাশনা পুনরায় শুরু করা যাবে না। পত্রিকার কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্থিতিশীল হলে শিগগিরই পুনরায় প্রকাশ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে।

প্রকাশনা বন্ধের কারণে দেশে সংবাদ পরিবেশে বিরূপ প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত প্রকাশনা বন্ধ থাকলে তা শুধু পাঠকের মধ্যে তথ্যের ঘাটতি সৃষ্টি করে না, বরং সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতাকেও দুর্বল করে। আজকের এই ব্যতিক্রমী পরিস্থিতি দেশজুড়ে সংবাদ পাঠক এবং গ্রাহকদের মধ্যে উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


পাঠকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা বন্ধ থাকার কারণে তথ্যহীনতার সমস্যার কথা উল্লেখ করছেন। অনেকে বলছেন, দেশের গুরুত্বপূর্ণ ঘটনা ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে নিয়মিত খবর না পাওয়া পরিস্থিতি জটিল করে তোলে। সংবাদকর্মীরাও নিরাপত্তার অভাবে দায়িত্ব পালন করতে পারছেন না বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, পত্রিকার কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন হলে প্রথম আলো ও ডেইলি স্টার আবার স্বাভাবিকভাবে প্রকাশিত হবে। দেশজুড়ে সংবাদপত্রের নিয়মিত প্রকাশনা শুরু হলে পাঠক ও সংবাদকর্মীদের মধ্যে শান্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর