মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বরূপে ফিরেছে সদরঘাট, লঞ্চে লঞ্চে মানুষের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

স্বরূপে ফিরেছে সদরঘাট, লঞ্চে লঞ্চে মানুষের ঢল
সদরঘাটে প্রতিটি লঞ্চ যাত্রীতে ঠাসা। ছবি: ঢাকা মেইল

পদ্মা সেতু চালুর পর লঞ্চে যাত্রী চাপ কমলেও ঈদের দুদিন আগে স্বরূপে ফিরেছে দেশের সবচেয়ে বড় নৌবন্দর সদরঘাট। শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে নৌপথের যাত্রীরা ঘাটে আসতে থাকেন পরিবার পরিজন নিয়ে। যদিও লঞ্চ ছাড়ার বাকি অনেক সময়। 

কেবিনের যাত্রীরা কিছুটা দুশ্চিন্তামুক্ত থাকলেও ডেকের যাত্রীরা জায়গা পাওয়া নিয়ে শঙ্কার কারণে অনেক আগেই ঘাটে আসেন।


বিজ্ঞাপন


শুক্রবার দুপুরে সদরঘাটের বিভিন্ন রুটের লঞ্চ ঘুরে দেখা গেছে, কোথাও কোনো জায়গা খালি নেই। কোথাও বসার জায়গা পাওয়া যায় কি না সেজন্য অনেকেই বিছানাপত্র নিয়ে এদিক-ওদিক ছুটছেন।

lonc2

অন্যদিকে কেবিনের যাত্রীদেরও আগেভাগে সদরঘাট আসতে হয়েছে। কারণ লঞ্চে যাত্রী ভরে গেলে ঘাটে থাকতে দেয় না বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। তাই তাদের যাতে কেবিন মিস না হয় সেজন্য আগেভাবে আসতে বলা হয়। 

তবে ঘাটে আসতে রাস্তায় তীব্র যানজটে নাকাল হতে হয়েছে দক্ষিণাঞ্চলে ঈদ করতে যাওয়া মানুষদের। 


বিজ্ঞাপন


ঢাকা-বরগুনা রুটের এম ভি রাজারহাট-বি লঞ্চে দেখা গেছে, ছাদেও লোকজন অবস্থান নিয়েছেন। নিচের ডেকে কোথাও কোনো জায়গা ফাঁকা নেই। 

lonc3

কেবিনের গলিসহ সব জায়গায় লোকজন বসে পড়েছেন। কিছু লঞ্চ অতিরিক্ত যাত্রী হওয়ায় সময়ের আগে ঘাট ছেড়েছে। সেসব লঞ্চের ছাদেও যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

বিকেলের দিকে আরও চাপ বাড়বে বলে মনে করছেন লঞ্চ মালিক ও স্টাফরা। 

বিইউ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর