আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের নিয়ে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) দিকনির্দেশনামূলক সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মনির হোসেন বলেন, ভোটের সার্বিক বিষয়, আচরণবিধি প্রতিপালন, নিরাপত্তা নিশ্চিতসহ ভোটের সার্বিক বিষয়ে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের নিয়ে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিকনির্দেশনামূলক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতি নির্বাচনের আগে এ ধরনের সেমিনার করা হয়।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এমএইচএইচ/ক.ম

