বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের, অবশেষে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের, অবশেষে আটক
শেরেবাংলা নগর থানা পুলিশের হাতে আটক চালক আবদুল আউয়াল। ছবি: সংগৃহীত

সরকারের এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করেন তাঁর গাড়িচালক। আজ বুধবার সকাল সোয়া আটটা থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা তাঁকে সরকারি গাড়িতে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। পরে পরিকল্পনা কমিশনে এসে চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

ভুক্তভোগী মাকসুদা হোসেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে কর্মরত। চালকের নাম আবদুল আউয়াল (৪০)। তিনি দুই মাস ধরে ওই কর্মকর্তার গাড়ি চালাচ্ছিলেন। বিকেলে তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে অপহরণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


মাকসুদা হোসেন জানান, পরিকল্পনা কমিশনে যাওয়ার পথে চালক গাড়ির গতিপথ বদলে ফেলেন এবং জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেননি। একপর্যায়ে ৯৯৯–এ কল দিতে গেলে চালক তাঁর মোবাইল কেড়ে নিয়ে দরজা লক করে দেন। এরপর উত্তরা, সাভারসহ বিভিন্ন এলাকা ঘুরে আবার কমিশনের সামনে আসেন।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে গাড়ি থামিয়ে চালক তাঁর মায়ের চিকিৎসার জন্য ছয় লাখ টাকা দাবি করেন এবং তাৎক্ষণিক ৫০ হাজার টাকা চান। অফিসে টাকা দেওয়ার আশ্বাস দিলে কমিশনে এসে চালক আটক হন।

পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার জানান, চালক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাকসুদা হোসেন বলেন, এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।


বিজ্ঞাপন


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর