রাজধানীর ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ ইউনিটের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। কিন্তু প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমরা লালবাগ ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। পরবর্তীতে পলাশী, হাজারীবাগ সদরঘাট এবং সদর ঘাট নদী ফায়ারিং স্টেশন সহ মোট ৬ টি স্টেশনের ১১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাড়ে ৩ ঘন্টায় ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। তবে এখন পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত আছে।
একেএস/ক.ম

