বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস’ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

March to India Embassy
রামপুরা ব্রিজের কাছে ওভারব্রিজের নিচ থেকে ‘মার্চ টু ইন্ডিয়া দূতাবাস’ কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। ছবি: ঢাকা মেইল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আসামিদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে রাজধানীর রামপুরা থেকে মার্চ টু ইন্ডিয়ান এ্যাম্বেসি শুরু করেছে জুলাই ঐক্য। বুধবার বিকেল তিনটা ২০ মিনিটে শুরু হয় এ কর্মসূচি। তার আগে আড়াইটা থেকে জুলাই ঐক্যের কর্মীরা জড়ো হতে থাকে৷  

598644012_869467432343048_173045460815731478_n
রামপুরা ব্রিজের কাছে ওভারব্রিজের নিচ থেকে ‘মার্চ টু ইন্ডিয়া দূতাবাস’ কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। ছবি: ঢাকা মেইল

 

রামপুরা ব্রিজের সামনে থাকা ওভারব্রজের নিচ থেকে এ যাত্রা শুরু হয়। এ সময় তারা ‘দিল্লী না ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই হাসপাতালে, খুনী কেন বাহিরে’, ‘কথায় কথায় বাংলা ছাড়-বাংলা কি তোর বাপ দাদার?’ 

মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস রওনাকারীদের সবার হাতে ফেস্টুন রয়েছে। তাতে লেখা ‘Ban indian proxi media’।  

মিছিলের সামনে রয়েছে নারী কর্মীরা। এছাড়াও মিছিলকে সুরক্ষা দেওয়ার জন্য "জুলাই ঐক্য" লেখা জ্যাকেট পরিহিত এক দল নেভিব্লু যুবকদের দেখা গেছে। 


বিজ্ঞাপন


এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর