রাজধানীর লালবাগ এলাকার ইসলামবাগের চেয়ারম্যানঘাটে একটি প্লস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসে ১০টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় তারা। এরপর ১টা ৫০ মিনিটে প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায়। সবমিলিয়ে লালবাগের ২টি, হাজারীবাগের ২টি, পলাশী থেকে ২টি এবং সিদ্দিকবাজার থেকে আরও ৪টিসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।
এমআইকে/এমআই

