ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসা-সংলগ্ন ফাঁকা স্থান থেকে ১১ রাউন্ড গুলি, ২টি ভরা ম্যাগাজিন ও ১টি চাকু উদ্ধার করেছে র্যাব।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পশ্চিম আগারগাঁওয়ের ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, হামলার দিন (১২ ডিসেম্বর) সকালে ফয়সাল ও তার সহযোগী মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন। একই দিন বিকেল ৪টা ৫ মিনিটে সিসিটিভি ফুটেজে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
পরে বিকেল ৪টা ২০ মিনিটে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন।
পরবর্তীতে গোপন তথ্য ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে র্যাবের একটি দল উক্ত স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এছাড়াও, বোনের বাসা থেকে একটি ট্যাব, দুটি মোবাইল ফোন, দুটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি কোম্পানির চেক, ১৫টি ব্যাংক চেকবই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেকের পাতা জব্দ করা হয়েছে।

