রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পল্লবী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মাজম (৩১), লামিন (৩৫), সোলাইমান আহম্মেদ (২০), রাব্বি (১৯), পুতুল (৪৫), সাকিব হোসেন (২৫), পাপ্পু (৩৫), ইব্রাহিম শেখ (২৯), ফেকু (৩০), সাগর সরকার (২৫), সুজন (২২), আনোয়ার হোসেন (৩৫), ইশাকুল ইসলাম জিসান (২৪), আবব্রাহাম হোসেন আবির (২১), আবুল হোসেন (৩৫), আবুল হোসেন (২৬) ও আব্দুল গাফফার (৪৫)।
বিজ্ঞাপন
অন্যদিকে উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রনি আকন্দ (২৯), আকাশ (২২), জাকির (৪০), বিল্লাল হোসেন (২৬), ইউসুফ (৩০), তানজিল খান (২৫), তানজিল খয়ন, বিন সাত্তার (২৩), গোলাম কিবরিয়া (২৬), নয়ন সরদার (২৩), জনি (৩২), মোখছেদুল মমিন (২৭), তাজিম মিয়া (২২), জয়নাল আবেদীন (২৮) ও রনি গাজী (২৬)।
এদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এমআইকে/ক.ম

