মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘বিজয় দিবস কনসার্ট’ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় কনসার্ট শুরুর কথা থাকলেও বিকেল ৩টার দিকে মঞ্চে প্রথম পরিবেশনা শুরু হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই কনসার্টে শুরুতে বিলম্ব হওয়ায় দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনুষ্ঠান শুরু না হওয়ায় মাঠের ভেতরে ও মঞ্চের সামনে অবস্থান করা দর্শকদের মধ্যে বিরক্তি দেখা যায়।
বিজ্ঞাপন
এক ঘণ্টা অপেক্ষার পর কনসার্ট শুরু হলে দর্শকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। প্রথম পরিবেশনার সঙ্গে সঙ্গে করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী এই কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের পরিবেশনার কথা রয়েছে।
দর্শকরা জানান, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন বিলম্ব অনাকাঙ্ক্ষিত। তবে কনসার্ট শুরু হওয়ার পর পরিবেশনা উপভোগে মনোযোগী হয়ে ওঠেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত কনসার্ট চলছিল এবং পর্যায়ক্রমে বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের পরিবেশনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এএইচ/ক.ম

