মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আগারগাঁয়ে জমকালো এয়ার শোতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

AIR SHOW
আগারগাঁয়ে জমকালো এয়ার শোতে মানুষের ঢল। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত এয়ার শো দেখতে সকাল থেকেই মানুষের ঢল নামে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ের আগারগাঁও–সংলগ্ন পুরোনো বিমানবন্দরে আয়োজিত এয়ার শো কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। 

সকাল পৌনে ১০টার দিকেই বিমানবন্দরের প্রধান ফটকে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। নিরাপত্তা তল্লাশি শেষে সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা।


বিজ্ঞাপন


Screenshot_2025-12-16_122704

ইতোমধ্যে হাজারো মানুষ এয়ার শো উপভোগ করতে পুরোনো বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়। কেউ কেউ কপালে জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড় বেঁধে এসেছেন। অনেকে লাল-সবুজ রঙের পোশাক পরেও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে এই জমকালো এয়ার শো আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল বলে সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়। তবে সকাল ১০টা ২০ মিনিটেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এয়ার শো শুরু হয়নি। তথ্যবিবরণীতে আরও বলা হয়েছিল, এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


বিজ্ঞাপন


Screenshot_2025-12-16_122757

এদিকে, নিরাপত্তার স্বার্থে তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এম/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর