রাজধানীর দক্ষিণখান এলাকায় মো. শাহজাহান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় আশকোনার তালতলা নাদ্দাপাড়া রূপালী গার্ডেনের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মাহফুজুর রহমান জানান, বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে শাহজাহানের মাথায় কুপিয়ে হত্যা করে। এ সময় হামলাকারীরা একটি চাপাতি ও একটি ক্যাপ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিহত শাহজাহানকে সবাই ওই এলাকায় ডিলার শাহজাহান নামে চিনেন। তিনি গাড়ি বেচাকেনা ও জমি বেচাকেনার ব্যবসা করতেন। সে আশকোনার ডিলার বাড়িতে থাকতো। তবে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে প্রাথমিকভাবে সেটি জানতে পারিনি।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যার কারণ বা কারা হত্যা করেছে সে সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি। আমরা এটা নিয়ে কাজ করছি।
একেএস/এফএ

