সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনি ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

নির্বাচনি ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ ডিএনসিসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করতে সব নির্বাচনি ব্যানার, পোস্টার ও প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিএনসিসি সচিব মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


অফিস আদেশে বলা হয়েছে, ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন এলাকায় সম্ভাব্য সব প্রার্থীর পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জাসহ অন্যান্য প্রচার সামগ্রী এবং নির্বাচনী ক্যাম্প থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।

এছাড়া নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এই কার্যক্রম বাস্তবায়নের জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযান শেষে সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তাদের সচিত্র প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর