সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৯৫৫ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৩২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৩২ মামলা। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ১৯৫৫টি মামলা করেছে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৭২টি মোটরসাইকেলসহ ৩১৬টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ১৯টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ ১৪২টি মামলা হয়েছে।


বিজ্ঞাপন


ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ ২২১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ ২১১টি মামলা হয়েছে।

অপর দিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ৭টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ২১২টি মোটরসাইকেলসহ ৩৬৯টি মামলা করা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজি ও ১৯১টি মোটরসাইকেলসহ ৩৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ ১৫০টি মামলা করা হয়। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ ১৪৮টি মামলা করা হয়েছে।

অভিযানকালে মোট ৩৬০টি গাড়ি ডাম্পিং ও ২০০টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার ডিএমপির ট্রাফিক বিভাগের রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।


বিজ্ঞাপন


ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর