সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরেনসিক সাইকোলজি বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

ফরেনসিক সাইকোলজি বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত

অপরাধ বিষয়ক সংবাদ কর্মীদের নিয়ে ফরেনসিক সাইকোলজি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বডি ল্যাঙ্গুয়েজ, অপরাধীর মানসিক অবস্থা চিহ্নিত করা, বিশ্লেষণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) ক্র্যাব মিলনায়তনের তৃতীয় তলায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।


বিজ্ঞাপন


ক্র্যাবের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালায় সহায়তা করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলোজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস) ও র‌্যাপিড সলিউশান বিডি। 

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় ফরেনসিক সাইকোলজির নানা দিক উদাহরণসহ তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলোজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস) এর পরিচালক পিএইচডি গবেষক মো. মিরাজ হোসেন।

বর্তমানে বড় অপরাধ, খুন, ধর্ষণ, সিরিয়াল অপরাধ কিংবা জঙ্গিবাদের ঘটনায় ফরেনসিক সাইকোলজির ভূমিকা দিন দিন বাড়ছে। যেকোনো চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীর বাচনভঙ্গি, মাথায় কী চলছে, কেন অপরাধ করলো, সত্য বলছে কি-না, এসব বোঝার উপায় তুলে ধরা হয় প্রশিক্ষণ কর্মশালায়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং র‌্যাপিড সলিউশান বিডির সিইও সোহাগ বিন সাইফুল্লাহ।


বিজ্ঞাপন


সাংবাদিকদের কেন ফরেনসিক সাইকোলজি জানা জরুরি তা তুলে ধরে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ‘অপরাধের পেছনের কারণ ব্যাখ্যা, অপরাধীর আচরণ নিয়ে ভুল ধারণা এড়ানো ও সংবাদে অপরাধীর মানসিক বিশ্লেষণ তুলে আনার কৌশল শেখাতেই এ প্রশিক্ষণের আয়োজন। কার্যকরী এই প্রশিক্ষণ থেকে আশা করি অপরাধ বিষয়ক রিপোর্টাররা উপকৃত হবেন।’

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, ‘অপরাধীর আচরণ পর্যবেক্ষণ, অপরাধের পর অনুশোচনার অভাব, নির্দয় বা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা আচরণ, বারবার একই ধরনের অপরাধের চেষ্টা, সমাজের নিয়ম ভাঙাকে তুচ্ছ করা পেশাদার অপরাধীর মনস্তাত্ত্বিক অবস্থা সাংবাদিকদের বোঝা খুবই গুরুত্ব। সেটা আজকের প্রশিক্ষণে স্পষ্ট উঠে এসেছে।’

ফরেনসিক সাইকোলজি হলো মনোবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে অপরাধ, অপরাধী এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে মানুষের মানসিক আচরণ বিশ্লেষণ করা হয়। যার সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে বডি ল্যাংগুয়েজ এ মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর