সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

শেয়ার করুন:

metro
মেট্রোরেল। ফাইল ছবি

মহান বিজয় দিবসের দিনে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল। বন্ধ রাখার নির্ধারিত সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

এদিকে ডিএমটিসিএল সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এ কারণে এদিন ৪০ মিনিটের জন্য মেট্রোরেল বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাজমুল ভূঁইয়া বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষে তিন বাহিনীর পৃথক প্যারাস্যুটিং অনুষ্ঠিত হবে। এ কারণে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ রাখা হবে।’

মেট্রোরেল বৈদ্যুতিক লাইনের মাধ্যমে চালিত হয়। প্যারাস্যুটিংয়ের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান নাজমুল ভূঁইয়া।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর